Header Ads

Header ADS

Okja (2017)

 
মুভির নাম:- Okja (2017)
ভাষা :- Korean
জনর- Drama,Adventure
পরিচালক:- Bong Joon-ho
অভিনয়ে :- Ahn Seo-hyun,Byun Hee-bong,Steven Yeun,Lily Collins,Jake Gyllenhaal


↓↓Trailer ↓↓
              

অনেক সুন্দর একটি মুভি।
মুভির কাহিনীটা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

আমরা অনেকেই শখের কারনে বিভিন্ন পশু আর পাখি পালন করে থাকি।সেগুলো যখন ছোট থাকে, ধীরে ধীরে লালন-পালন করে আমরা তাদের বড় করে থাকি।
তাদের মধ্যে আমাদের অন্যরকম সম্পর্ক সৃষ্টি হয়।সেই সম্পর্ক হলো ভালোবাসার সম্পর্ক।
যখন তাদের কিছু হয় আমাদের অনেক খারাপ লাগে।এটাই স্বাভাবিক।


মিরান্ডা কর্পোরেশন ২০০৭ সালে সুপার পিগের নমুনা সংগ্রহ করে বিশ্বের বিভিন্ন জায়গায় ২৬ জন কৃষকের কাছে প্রেরণ করেন এবং দশ বছর পর সবগুলো থেকে একটিকে সেরা হিসেবে বাছাই করা হবে এবং ফিরিয়ে নেয়া হবে।সেগুলোকে খাদ্য হিসেবে ব্যাবহার করা হবে।

 কোরিয়ার এক কৃষককে একটি শুকর দেয়া হয়। কৃষকের একটি নাতনী ছিলো যার নাম হলো মিজা। এক পাহাড়ে সেই শুকর আর কৃষক সেখানে বাস করে। সেই শুকরের নাম রাখা হয় ওকজা। একসাথে দীর্ঘ দশ বছরের পথচলায় ওকজা এবং মিজার মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়।মিজা এবং ওকজা তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। এরা একজন আরেকজনের ভাষা বুঝতে পারে।


১০ বছর পর ওকজা কে যখন নিয়ে যাওয়া হবে তখন মিজা কি করবে? জানতে হলে দেখে ফেলুন এই মুভিটি।




 [ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে ]

No comments

Powered by Blogger.