Header Ads

Header ADS

Venom (2018)


মুভির নাম:- Venom (2018)
ভাষা:- English
জনরা:- Action, Sci-Fi
পরিচালক:- Ruben Fleischer
 অভিনয়ে:- Tom hardy,Michelle Williams, Riz ahmed and Others 

 
TRAILER




 [Venom: We will eat both your arms, and then both of your legs, and we will eat your face right off your head. You will be this armless, legless, faceless thing rolling down the street like a turd in the wind. Man: What the hell are you? (we see Venom reveal half of Eddie’s face) Venom: We are Venom. >] এই উক্তিটি ছিলো মুভির সেরা ডায়ালগ আমার কাছে আরেকটা হচ্ছে যখন ভেনম বলে ইউ আর মাইন! তখন সত্যিই রক্ত গরম হয়ে যায়।

ঘটনা ১ঃ- =====>>> কাল্ট্রন ড্রেইক পৃথিবীর বাইরে কয়েকজন এস্ট্রোনট পাঠায়, এর পর যখন চলে আসে পৃথিবীতে তখন সেটা নিয়ন্ত্রন হারিয়ে ব্লাস্ট হয়! এতে একজন এস্ট্রোনটস দুর্ভাগ্যবশত বেচে যায় কিন্তু সে এর পর ই অস্বাভাবিক আচরন করে হটাৎ তার মাখে অশারিরীক শক্তি ভর করে এবং দুজন পুলিশ কে মেরে ভ্যান থেকে পালিয়ে যায়!....

ঘটনা ২ঃ- ======>> লাইফ ফাউন্ডেশন এর জনক কাল্ট্রন ডেইক চালাচ্ছে গোপন এক পরিক্ষা যেখানে পরীক্ষা করে দেখছে যে এক জাতীয় এলিয়ন জাতিয় প্রানীকে মানুষের ভিতরে ট্রান্সফর্ম করে চালানো যায় কিনা এবং পৃথিবীর জন্য সেটা কল্যান কর নাকি দুশ্চিন্তা সেটাও দেখা হচ্ছে। তাই সে বিভিন্ন মানুষ কে দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখে যে অইসব প্রজাতিরা মানুষ কে গ্রহন করে কিনা! কিন্তু না তারা হয় মানুষ কে মেরে ফেলছে নতুবা তাদের শরীরের ভিতরে ঢুকে কিছুই করছেনা বা কোনো তথ্য আদান প্রদান করছেনা...

ঘটনা ৩ঃ- ====>> এডি একজন রিপর্টার! একজন সাধারন মানুষ।, একটা জিএফ আছে দিন কাল টা ভালোই চলছিলো কিন্তু একদিন সে ভুল করে তার ওয়াইফের কম্পিউটারে ঢুকে সেখানে গোপন কিছু খুজে পায় এবং সেটার নেশা পেয়ে বসে তাকে, তাই সে এটার রিসার্চের জন্য অই লাইফ ফাউন্ডেশন এ যায় এবং অই সিক্রেট সম্পর্কে জিজ্ঞেষ করে। এর জন্য তাকে অইখানেই বের করে দেয়া হয় এবং সে ফায়ার্ড হয় তার জব থেকে। তার জিএফ ও তাকে রিলেশন ব্রেক করে এডি তখন পুরোপুরি হতাশ হয়ে যায় সে কি করবে না করবে কিছুই খুজে পায়না এমন সময় সে দেখা পায় লাইফ ফাউন্ডেশন এর একজন কর্মীর সাথে এবং সে তাকে প্রস্তাব দেয় অই যায়গায় যাবার জন্য এরপর সে প্রথমে প্রত্যাক্ষান করলেও পরে সে অই গোপন ল্যাবরেটরি তে যায় এবং বাকিটা ইতিহাস! এরপরই তার সাথে ভেনমের পরিচয় হয় এবং ধুম!"".....

  ভেনম কে এর আগে স্পাইডারম্যানের তৃতীয় পার্টেই দেখা যায় এরপর আর দেখা যায়নি এবার তাকে বড়পর্দায় আনা হয়েছে তাই তাকে নিয়ে ছিলো প্রচুর হাইপ!.... 
ব্যাক্তিগত মতামতঃ-- অসাধারন মুভি ছিলো এক কথায়! টম হার্ডি ফাটিয়ে দিয়েছে, একদম! একশন সিন গুলো এপিক ছিলো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে তো বলার কিছুই নেই অটা অতুলনীয়! তবে লাস্টের ফাইটিং সিন টা আমার থেকে কেনো জানি অউরান পুরান লেগেছে তবে বলতেই হয় যখন দুইটা এক সাথ হয়ে যায় এরপর আবার আলাদা হয় সেই সিন গুলো যাস্ট স্পিচলেস! আর প্রথম দিকে যদিও একটু বোড়িং লাগবে তারপরেও কিচ্ছুক্ষনের মধ্যেই আবার কাহিনীই আপনাকে টানিয়ে নিয়ে যাবে তাই এ নিয়ে চিন্তার কিছুই নেই! টাকা উসুলের কথা চিন্তাও করবেন না ভাই! এক ভেনমের কথা গুলাই আর এন্ট্রি সিন ই আপনার সব উষুল হয়ে যাবে। ভেনম কিন্তু আমার একটুও ভিলেইন বা এন্টি হিরো লাগেনি বরং তাকে হিরোই মানায় আমার কাছে খুবই কিউট লাগসে আমার থেকে। মায়াও লাগসে ....> মুভির একটা সিন আছে যেখানে ভেনম থেকে ডাইভার্ট হয়ে নায়ক কে কিস করে মেয়েটা! উফফ ম্যান সেই সিন টা খুবই আবেদনময়ী ছিলো উফফ একদম শীহরন বয়ে গেসে মানে কিস টা খুবই টাচ লেভেলের ছিলো! আর মুভিতে ২টা পোস্ট ক্রেডিট সিন আছে, দেখবেন অবশ্যই কারন ভেনম লাভার দের জন্য একটা সুখবর আছে সেটা মুভি দেখলেই বুঝবেন। আর এমসিউ দের জন্যও চমক আছে।

 হ্যাপি ওয়াচিং!

লিখেছেন  আব্দুর রহমান তামিম


বাংলা সাবটাইটেল আছে অনেক। আমি বাংলা সাবটাইটেল দিয়ে দেখছি। ধন্যবাদ তাদেরকে যারা এতো কষ্ট করে আমাদের জন্য   সাবটাইটেল তৈরি করে এবং সাবটাইটেল দিয়ে মাতৃভাষায় মুভিটি উপভোগ  করিয়ে দেওয়ার জন্য।
বিশেষ করে প্রিতম ভাইকে অনেক অনেক ধন্যবাদ, তার করা সাবটা খুবই সুন্দর হইছে।

সাবটাইটেল ডাউনলোডের এর জন্য এখানে ক্লিক করুন। 
যদি মুভি ডাউনলোড লিংক লাগে  তাহলে আমাকে বা কমেন্ট এ বলতে পারেন

 



[ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে ]

No comments

Powered by Blogger.