Header Ads

Header ADS

Voice of a Murderer (2007)


মুভির নাম:- Voice of A Murderer (2007)
জনরা:- Drama, Thriller
ভাষা:- Korean
পরিচালক:- Park Jin-pyo
অভিনয়ে:- Sol Kyung-gu ,Kim Nam-joo ,Kim Yeong-cheol and Others


Trailer
 


★★★নামটা শুনেই যেন থ্রিল থ্রিল ভাব পাওয়া যায়। মুভিটা ১৯৯১ সালের এক কিডন্যাপিং কেসের উপর তৈরি। প্রধান চরিত্রে আছেন no mercy, cold eyes, peparment candy খ্যাত Sol Kyung-gu, আর Sol Kyung-gu মানেই থ্রিলিং ব্যাপার স্যাপার। মুভিতে kyung gu একজন নামকরা সাংবাদিক। হঠাৎই একদিন তার একমাত্র ছেলে কিডন্যাপ হয়ে যায় এবং কিডন্যাপার একটা মোটা অংকের অর্থ দাবী করে। kyung gu ব্যাপারটা পুলিশ থেকে আড়াল করলেও উনার স্ত্রী জানিয়ে বসেন।
পুলিশও শুরু করে দেয় কিডন্যাপারকে খোঁজা। কিন্তু কিডন্যাপার প্রচন্ড চালাক ও ব্রিলিয়ান্ট। কারণ তার করা ৮৭ টা ফোন কলে একটাও পুলিশ ট্রেস করতে পারে নি। পুলিশ শেষমেশ ফরেনসিকের সাহায্য নেই। ভয়েসপ্রিন্ট এনালাইজার দিয়ে আসামীকে খোঁজার চেষ্টা করে। আর এভাবেই এগিয়ে যায় মুভির কাহিনী।

মুভিটির কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টঃ

১. মুভিটি সত্য কাহিনী অবলম্বনে তৈরী। এবং কোনরকম বিকৃতি না করেই আসল ঘটনা ঠিক রেখে মুভিটা তৈরি করা হয়।

২. ১৯৯১ সালের যে কিডন্যাপিং কেসটির উপর মুভিটি তৈরী, সে কেসটা আজও অমিমাংসীত।

৩. প্রধান চরিত্রে আছেন থ্রিল কিং Sol Kyung-gu।

৪. মুভিতে আসল আসামীর ভয়েস ব্যাবহার করা হয়েছে।

৫. কিডন্যাপারের চরিত্রে অভিনয় করেছেন vanishing time খ্যাত Gang Dong-won। যা অনেকে জানেই না, কারণ পুড়ো মুভিতে কিডন্যাপারের চেহারা ঠিকমত দেখানো হয় নি।

৬. মুভিটি ২০০৭ সালের কোরিয়ান বক্স অফিসে ৩য় টপ গ্রসার ছিল।

এমন আরো অনেক ফ্যাক্ট আছে, জানতে হলে দেখুন "Voice of a murderer"

মুভিটি সাউথ কোরিয়ান। যারা থ্রিলার, ক্রাইম মুভি পছন্দ করেন তাদের জন্য মুভিটা দেখা ফরয। তবে এটুকু বলতে পারি যে, মুভিটি মেন্টালি প্রচুর টর্চার করবে তাই টিসু নিয়ে বসা ভালো😄।

ক্রেডিট ফাহমিদুল ইসলাম


ফাহমিদুল ইসলাম ভাইয়ের বাংলা সাব আছে , তিনি খুব ভালো সাব করেছেন। ধন্যবাদ ভাই বাংলা  সাবটাইটেল দিয়ে  মাতৃভাষায় মুভিটি উপভোগ  করিয়ে দেওয়ার জন্য।

তার করা এই মুভির সাবটাইটেল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
(সাবটাইটেল এ যদি অনাকাঙ্ক্ষিত   ভুল-ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে পজেটিভ রেটিং দিবেন।)
 মুভি ডাউনলোড লিংক সাবসিনের কমেন্ট বক্সে দেওয়া আছে।



[ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে ]

No comments

Powered by Blogger.